ঝালকাঠিতে উপজেলা চেয়ারম্যানের গাড়ির ধাক্কায় যুবক নিহত

প্রকাশ: মে ২৫, ২০২৩

বণিক বার্তা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কে কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মনিরের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী এক যুবকের।

আজ বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আতাউর রহমান জানান, নিহত যুবকের নাম মো. মামুন (৪৫)। তার বাড়ি নলছিটি  উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ষাইটপাকিয়া ফেরিঘাট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাজারের প্রধান সড়কে উঠছিল মামুন। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা এমদাদুল হক মনিরের গাড়ি তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার।

নলছিটি থানার ওসি জানিয়েছেন নিহত মামুনের পরিবারের অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

দুর্ঘটনার বিষয়ে কথা বলার জন্য উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।  


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫