ভাতার পরিমাণ বাড়ানো প্রয়োজন

প্রকাশ: মে ২৫, ২০২৩

মো. ওবায়দুল ইসলাম , চেয়ারম্যান, নং রামনগর ইউনিয়ন পরিষদ জলঢাকা, নীলফামারী

ইউনিয়নে প্রতি মাসে গড়ে ৪৫ শিশুর জন্মনিবন্ধন দেয়া হয়। আর প্রতি মাসে মা শিশু ভাতা দেয়া হয় ২৪ জনকে। নীলফামারীর জলঢাকা উপজেলা এমনিতেই দারিদ্র্যপীড়িত। বেশির ভাগ মানুষই গরিব। তাই এখানে আরো বেশি পরিবারকে সহায়তার আওতায় আনা দরকার।

এখানে সবাই অনলাইনে আবেদন করেন, আবেদন একটু বেশি পড়ে। তার মধ্য থেকেই আমরা ২৪ জনকে বাছাই করি। এখন পর্যন্ত নিবন্ধন করা কিংবা বরাদ্দ করা নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি, সবকিছু সুষ্ঠুভাবেই হচ্ছে। তবে যে টাকাটা দেয়া হয়, এটা আমার মনে হয় বাড়ালে ভালো হবে। যেহেতু দরিদ্র মানুষই ভাতাটা পাচ্ছে, দরিদ্র পরিবারে সাধারণত স্বামী-স্ত্রী দুজনেই মাঠে কাজ করে সংসার চালান। এখন তো মাঠের কাজে টাকাও অনেক। দৈনিক ৩০০-৪০০ টাকাও পান। কিন্তু যখন একজন কাজ করতে পারেন না, তখন টাকাটা আসে না। সংসারটা চালানো যায় না। সঙ্গে আবার একজন শিশু। অবস্থায় মাসে ৮০০ টাকা ভাতার পরিমাণ বাড়ালে পরিবার ভালোমতো চলতে পারবে, শিশুরাও ভালো পুষ্টি পাবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫