ভারতীয় আম্পায়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

প্রকাশ: মে ২৩, ২০২৩

বণিক বার্তা অনলাইন

ভারতীয় আম্পায়ার যতীন কাশ্যপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি। কাশ্যপের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের দু’টি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

কোন ঘটনায় অভিযোগ আনা হয়েছে তা বিস্তারিত জানায়নি আইসিসি। শুধু উল্লেখ করেছে, ‘২০২২ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর ওপর করা তদন্তে দুর্নীতিবিরোধী কোডের ধারা ভঙ্গের ব্যাপারগুলো উঠে এসেছে।’

আজ মঙ্গলবার (২৩ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগের কথা জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ২০২২ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর ওপর তদন্ত করে কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 

আরও জানায়, দুর্নীতি বিরোধী আইনের ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গ করেছেন কাশ্যপ। প্রথম অভিযোগটি হলো, দুর্নীতি বিরোধী ইউনিট (এসিইউ) কোনো তথ্য চাইলে সেটি দিতে অস্বীকৃতি জানানো বা ব্যর্থ হওয়া। দ্বিতীয়টি হলো, তথ্য গোপন বা বিকৃত করে বা নষ্ট করে তদন্তে বিলম্ব করা। 

কোডের ৪.৬.৬ ধারা অনুযায়ী অভিযোগের জবাব দিতে ১৯ মে থেকে পরবর্তী ১৪ দিন সময় হাতে পেয়েছেন কাশ্যপ। এ ব্যাপারে অভিযোগের বিষয়ে আর কিছু জানাবে না আইসিসি। 

প্রসঙ্গত, আন্তর্জাতিক ম্যাচের ওপর করা তদন্তে কাশ্যপের নাম এলেও তিনি আন্তর্জাতিক পর্যায়ে কোনো ম্যাচ পরিচালনা করেননি। এনডিটিভি জানিয়েছে, কাশ্যপ ভারতের রাজ্য পাঞ্জাবের জেলা পর্যায়ে ম্যাচ পরিচালনা করেছেন, তবে বিসিসিআইয়ের প্যানেলে নেই।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫