বিল্ট-ইন ক্যামেরাসহ শিশুদের জন্য বোটের নতুন স্মার্টওয়াচ

প্রকাশ: মে ২১, ২০২৩

শিশুদের জন্য প্রথম স্মার্টওয়াচ উন্মোচন করেছে ভারতের স্মার্টওয়্যার ব্র্যান্ড বোট। এটি বোট ওয়ান্ডারার স্মার্ট নামে এসেছে। এতে শিশু ও অভিভাবকের জন্য বেশকিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। স্মার্টওয়াচটিতে ১.৪ ইঞ্চির এইচডি ডিসপ্লে, আইপি৬৮ ওয়াটার রেজিস্টিং রেটিং রয়েছে। ডিসপ্লেতে ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরাও দেয়া হয়েছে। এর মাধ্যমে ছবি তোলা ও ভিডিও কল করা যাবে। এতে বিল্ট-ইন ফোরজি সিম সংযোগও দেয়া হয়েছে। ব্যবহারকারীর বিশেষ করে শিশুদের অবস্থান সম্পর্কে সার্বক্ষণিক তথ্য পেতে ডিভাইসটিতে জিপিএস কানেক্টিভিটি দেয়া হয়েছে। এতে জিও ফেন্সিং ফিচারও রয়েছে। ফলে নির্দিষ্ট কোনো এলাকায় প্রবেশ করলে বা এর বাইরে গেলে সে নোটিফিকেশনও অভিভাবকের কাছে চলে যাবে। জরুরি মুহূর্তে যোগাযোগের জন্য এতে এসওএস বাটনও রয়েছে। এতে ভয়েস মনিটরিং, অপরিচিত নম্বর থেকে কল আসা বন্ধ করে দেয়ার মতো ফিচারও রয়েছে। ডিভাইসে ৬৫০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে, যা দুই দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। এর দাম ৫ হাজার রুপি। গিজমোচায়না


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫