রাশিয়ায় প্রথমবারের মতো জরিমানার মুখে হোয়াটসঅ্যাপ

প্রকাশ: মে ২১, ২০২৩

নিষিদ্ধ কনটেন্ট সরাতে না পারায় রাশিয়ায় প্রথমবারের মতো জরিমানার মুখে পড়েছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। মস্কোর একটি আদালতের বরাতে রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন সংবাদ সংস্থা আরআইএ সম্প্রতি এ কথা জানিয়েছে। গত বছর হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান মেটা চরমপন্থী সংগঠন হিসেবে দেশটিতে নিষেধাজ্ঞার কবলে পড়ে। অন্যদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ দেশটিতে মেসেঞ্জার এখন পর্যন্ত কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়ার কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েনি। হোয়াটসঅ্যাপ কোন ধরনের তথ্য সরাতে ব্যর্থ হয়েছে সে বিষয়ে আরআইএর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। রয়টার্স


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫