ঘূর্ণিঝড় মোখা

রেল চলাচল স্বাভাবিক রাখতে ৩ বিভাগে জরুরি সেল

প্রকাশ: মে ১৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে সৃষ্ট যেকোনো পরিস্থিতিতে রেল চলাচল তদারকিতে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ইমারজেন্সি সেল গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এই সেলের সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ রাখবেন। কোথাও কোনো সমস্যা দেখা দিলে ট্রেন চলাচল বন্ধ রাখবেন তারা।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বণিক বার্তাকে বলেন, সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বিভাগে তিনটি ইমারজেন্সি সেল সার্বক্ষণিক কার্যক্রম চালাবে। তারা পর্যবেক্ষণ করে কোনো রুটে সমস্যার আশঙ্কা থাকলে ওই রুটে অপারেশন বন্ধ রাখবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহা-ব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন গতকাল শনিবার (১৩ মে) রাতে বণিক বার্তাকে বলেন, আগামীকাল রোববার চট্টগ্রাম থেকে সব ট্রেন ঠিক সময়ে ছেড়ে যাবে। তবে আমাদের কন্ট্রোল রুম সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। চালকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।  


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫