লিংকডইনে ৭১৬ কর্মী ছাঁটাই, বন্ধ হচ্ছে চীনা অ্যাপ

প্রকাশ: মে ০৯, ২০২৩

বণিক বার্তা অনলাইন

সর্বশেষ প্রযুক্তি সংস্থা হিসেবে ব্যাপক ছাঁটাইয়ে নাম লেখাল লিংকডইন। ২০ হাজার কর্মীর বাহিনী থেকে ৭১৬ জনকে বাদ দেয়ার কথার জানিয়েছে এই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। খবর বিবিসি।

পেশাজীবীদের জন্য পরিচালিত সংস্থাটি ছাঁটাইয়ের পাশপাশির চীনের স্থানীয় চাকরির অ্যাপটিও বন্ধ করে দেবে।

কোম্পানির প্রধান নির্বাহী রায়ান রোসলানস্কির এক চিঠিতে জানান, সংস্থাকে কার্যক্রমকে সুবিন্যস্ত করা হলো এই পদক্ষেপের উদ্দেশ্য।

গত ছয় মাসে, অ্যামাজন, লিংকডইনের প্যারেন্ট মাইক্রোসফ্ট ও অ্যালফাবেটসহ বেশ কিছু সংস্থা ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

রোসলানস্কি বলেন, বাজার ও গ্রাহকের চাহিদার ওঠানামা এবং উদীয়মান ও সম্প্রসারিত বাজারে নিজেদের কার্যকরভাবে পরিবেশনের জন্য এই সিদ্ধান্ত এসেছে।

তিনি আরো বলেন, এ পরিবর্তনের ফলে ২৫০টি নতুন চাকরির ক্ষেত্র তৈরি হবে।

চ্যালেঞ্জিং পরিবেশ উল্লেখ করে ২০২১ সালে চীনে নিজেদের বেশির ভাগ কার্যক্রম প্রত্যাহার করে নেয় লিংকডইন। এখন ইনক্যারিয়ার্স নামের অ্যাপটি ৯ আগস্টের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে।

তবে লিংকডইন চীনের বাজারে স্বল্পমাত্রায় উপস্থিতি বজায় রাখবে বলে জানিয়েছে। যাতে স্থানীয় সংস্থাগুলোকে দেশের বাইরে কর্মচারী নিয়োগ ও প্রশিক্ষণ দিতে সহায়তা করা যায়।

লিংকডইন চীনে পরিচালিত একমাত্র পশ্চিমা সামাজিক-মিডিয়া প্ল্যাটফর্ম। ২০১৪ সালে দেশটিতে তারা কাজ শুরু করে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫