নীল নদের চেয়েও দীর্ঘ কৃত্রিম নদী মিশরের!

প্রকাশ: এপ্রিল ২৪, ২০২৩

বণিক বার্তা অনলাইন

পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম নদী নির্মাণ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে মিশর। ১ লক্ষ ১৪ হাজার কিলোমিটার দীর্ঘ কৃত্রিম নদী নির্মাণ সম্পন্ন হলে তা দৈর্ঘ্যে নীল নদকেও ছাড়িয়ে যাবে। এ প্রকল্পে ১৬ হাজার কোটি মিশরীয় পাউন্ড বা ৫২৫ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা মিশরের। খবর অ্যারাবিয়ান বিজনেস।

নিউ ডেলটা নামে একটি জাতীয় প্রকল্পের আওতায় দুটি পৃথক প্রকল্প বাস্তবায়ন হবে। সেগুলো হচ্ছে-ইজিপ্টস ফিউচার ও সাউথ অব আল-ডাব্বা এক্সিস। কৌশলগত গুরুত্বপূর্ণ শস্য উৎপাদনে এ কৃত্রিম নদী প্রকল্পটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দেশটির আমদানি ব্যয় হ্রাস পাবে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে যেসব দেশের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য মিশর।

প্রকল্পটির আওতায় কৃত্রিম নদী নির্মাণ সম্পন্ন হলে ২২ লাখ একর জমি সেচের আওতায় আসবে। বিভিন্ন বন্দর ও এয়ারপোর্টের নিকটবর্তী হওয়ায় প্রকল্পটিতে বড় অংকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে আবাদি জমির পরিমাণ বাড়ানো। দেশটির প্রধান খাদ্যশস্য গম হওয়া স্বত্ত্বেও মিশর বিশ্বের বৃহত্তম গম আমদানিকারক দেশ।

মিশরের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা পরিষেবা সাইটের বরাতে জানা গেছে, নাগরিকদের সাশ্রয়ী মূল্যে খাদ্য শস্য সরবরাহ ও উদ্বৃত্ত শস্য রফতানির উদ্দেশ্যে নিউ ডেল্টা প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়া এর মাধ্যমে ১০ হাজার প্রত্যক্ষ ও ৩ লাখ ৬০ হাজার পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে।

গত মার্চে সৌদি আরবও নীল নদের চেয়ে দীর্ঘ নদী তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। চার মিটার গভীর ও ১১ মিটার প্রশস্থ নদীটি ১২ হাজার কিলোমিটার দীর্ঘ হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫