দেড় কোটি শেয়ার বিক্রি করবেন বারাকা পাওয়ারের চার পরিচালক

প্রকাশ: এপ্রিল ০৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

বারাকা পাওয়ার লিমিটেডের তিন সাধারণ পরিচালক ও এক করপোরেট পরিচালক কোম্পানিটির মোট দেড় কোটির বেশি শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে পৃথকভাবে এসব শেয়ার বিক্রি করা হবে। 

তথ্য অনুসারে, বারাকা পাওয়ারের পরিচালক মো. আহসানুল কবির, ফয়সাল আহমেদ চৌধুরী ও নানু কাজী মোহাম্মদ মিয়া তাদের কাছে থাকা কোম্পানিটির সব শেয়ার বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ তিন পরিচালকের কাছে বর্তমানে যথাক্রমে ৪৭ লাখ ১২ হাজার ৯৪৮, ৪৮ লাখ ৯৪ হাজার ১২২ ও ৪৭ লাখ ১০ হাজার ১৬৬টি শেয়ার রয়েছে। তাদের কাছ থেকে এ শেয়ার কিনবে কোম্পানিটির করপোরেট পরিচালক এনআরবি ভেঞ্চারস (প্রাইভেট) লিমিটেড ও ফিউশন হোল্ডিংস (প্রাইভেট) লিমিটেড। তারা যথাক্রমে ৪০ লাখ ২৯ হাজার ২৪৪ ও ১ কোটি ২ লাখ ৮৭ হাজার ৯৯২টি শেয়ার কিনবে। অন্যদিকে বারাকা পাওয়ারের আরেক করপোরেট পরিচালক কর্ণফুলী হারবার লিমিটেড কোম্পানিটির ১০ লাখ ৪৫ হাজার ৯৫৮টি শেয়ার বিক্রি করবে। এ পরিচালকের কাছে কোম্পানিটির মোট ৬২ লাখ ৬৯ হাজার ৪৫১টি শেয়ার রয়েছে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫