যুগান্তরের সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রকাশ: মার্চ ৩০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গতকাল বুধবার (২৯ মার্চ) কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী  বাবর মামলাটি করেন।  দৈনিক যুগান্তরে গত ১৩ মার্চ সিআরবি নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে মামলাটি দায়ের করেন তিনি। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির এর আদালতে মামলাটি করা হয়।

আদালত সূত্রে জানা যায়, দৈনিক যুগান্তরে গত ১৩ মার্চ সিআরবি নিয়ে প্রকাশিত সংবাদে যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরীকে জড়ানো হয়। পরদিন সংবাদটি ফেসবুকে শেয়ার করেন সাংবাদিক মাহবুব আলম। প্রতিবেদনটিতে বাবরকে দখলবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের গডফাদার হিসেবে উল্লেখ করা হয়।

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, দৈনিক যুগান্তরের সাংবাদিক মাহবুব আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করে সিএমপির কাউন্টার টেরোরিজমের সাইবার ইউনিটকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫