ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত বেড়ে ৩১

প্রকাশ: মার্চ ৩০, ২০২৩

বণিক বার্তা অনলাইন

ফিলিপাইনে অগ্নিকাণ্ডের শিকার ফেরিতে নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানের সমুদ্র উপকূলে গতকাল বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

আজ বৃহস্পতিবার বাসিলানের প্রাদেশিক গভর্নর জিম হাতমান নিহত বাড়ার বিষয়টি নিশ্চিত করেন। আরো জানান, অন্তত সাতজন যাত্রীর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দক্ষিণ মিন্দানাওয়ের কোস্ট গার্ড প্রধান কমোডর রেজার্ড মার্ফের বরাত দিয়ে রয়টার্স এর আগে জানিয়েছিল, শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে সূত্রপাত হওয়া আগুনে নয়জন আহত হয়েছেন।

ওই ফেরি ৪৩০ জন যাত্রী পরিবহনে সক্ষম বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তবে এপি জানায়, ফেরিতে যাত্রী ও কর্মী মিলিয়ে ২৫০ জন ছিলেন।

কোস্টগার্ডের শেয়ার করা ছবিতে আগুন লাগা এমভি লেডি মেরি জয় থ্রি ফেরিতে পানি ছিটাতে দেখা যায়।

কোস্টগার্ড জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত ও ফেরির নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নে সাহায্য করছে তারা। পাশাপাশি তেল চুইয়ে পড়ার কারণে দুর্ঘটনা কি-না তাও পরীক্ষা করে দেখছে।

সাত হাজার ৬০০ এর বেশি দ্বীপ নিয়ে গঠিত ফিলিপাইনের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা বরাবরই দুর্বল। এখানে এখনো অনেক পুরোনো জাহাজ ব্যবহৃত হয়, সেগুলো প্রায়শ অতিরিক্ত যাত্রী বহন করে।

ফিলিপাইনে গত বছরের মে মাসে একটি হাইস্পিড ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত সাত জন নিহত হন। ওই ফেরিতে ১৩৪ জন যাত্রী ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫