চাঁদপুরে খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: মার্চ ৩০, ২০২৩

বণিক বার্তা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর শহরের পুরান বাজার পূর্ব রামদাসদী এলাকায় খোলা মাঠে খেলার সময় বৈদ্যুতিক তার গায়ে পড়ে মো. মিনহাজ (১৫) ও মো. তামীম (১৬) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন হাফেজ খান (৭০) নামে এক বৃদ্ধ। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত মিনহাজ রামদাসদী লালুর দোকান এলাকার জাহাঙ্গীর খানের ছেলে ও শামীম একই এলাকার আকতারের ছেলে। তারা দুজনই পুরান বাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালেয়র সপ্তম শ্রেণীর ছাত্র। 

আহত হাফেজ খান ওই এলাকার কুদ্দু খানের ছেলে। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারের হাসপাতালে চিকিৎসাধীন।

হাফেজ খানের আত্মীয় শিউলী আক্তার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনের খোলা মাঠে মিনহাজ ও তামীমসহ কয়েকজন খেলা করছিল। হঠাৎ প্রচণ্ড বাতাস ও বৃষ্টি শুরু হয়। এ সময় পাশে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে নিচে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। তাদের দুজনকে তার থেকে ছাড়াতে গিয়ে আহত হন হাফেজ খান।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুশান্ত জানান, দুই কিশোরকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫