উখিয়ায় পাহাড় কাটার সময় তিন রোহিঙ্গার মৃত্যু

প্রকাশ: মার্চ ৩০, ২০২৩

বণিক বার্তা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে তিন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল ভোর ৬টার দিকে উখিয়া সদরের মুহুরীপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার সময় এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহতরা হলেন উখিয়া ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন (২৩), ক্যাম্প-১, ব্লক-বি, ১ নং ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের ছেলে ছৈয়দ আকবর (২০) ও ক্যাম্প ১৭-এর এইচ ব্লকের সুলতান আহমদের ছেলে নুর কবির (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার একপর্যায়ে উপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙ্গিনার অংশের পাহাড় ধসে পড়লে কর্মরত দুই শ্রমিক মাটিতে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করে আরো দুজনের মরদেহ।

স্থানীয়ারা জানায়, মুহুরীপাড়ার সরকারি পাহাড় কাটার জন্য স্থানীয় কয়েকজন প্রভাবশালী ৩০-৩৫ জন রোহিঙ্গা শ্রমিক নিয়োগ দেন। কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সেখানে পাহাড় কাটা চলছিল। 

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, পাহাড় ধসের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, অবৈধভাবে সরকারি পাহাড় কাটার জন্য আশ্রয় শিবিরের রোহিঙ্গাদের শ্রমিক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। পাহাড় কাটার সময় মাটি ধসে তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫