বিএটিবিসির ইজিএম অনুষ্ঠিত

প্রকাশ: মার্চ ৩০, ২০২৩

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করপোরেট গভর্ন্যান্স কোড অনুসারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) পর্ষদে পরিচালকের সংখ্যা হবে কমপক্ষে পাঁচ ও সর্বোচ্চ ১৫ জন। এ বিষয়ে গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন। এতে অন্যদের মধ্যে কোম্পানির স্বতন্ত্র পরিচালক আফতাব উল ইসলাম, অনির্বাহী পরিচালক স্টুয়ার্ট কিড, অনির্বাহী পরিচালক জাকিয়া সুলতানা, স্বতন্ত্র পরিচালক কেএইচ মাসুদ সিদ্দিকী, অনির্বাহী পরিচালক সিরাজুন নূর চৌধুরী, অনির্বাহী পরিচালক আবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেহজাদ মুনীম, অর্থ পরিচালক আমান মুস্তাফিজ ও কোম্পানি সচিব মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন। সভায় উল্লেখ করা হয়, ২০২২ সালে বিএটিবিসি ভ্যাট, সম্পূরক শুল্ক ও অন্যান্য কর হিসেবে জাতীয় কোষাগারে ২৯ হাজার ৫৩০ কোটি টাকা রাজস্ব দিয়েছে, যা কোম্পানিটিকে দেশের সর্বোচ্চ করদাতার সম্মাননা দিয়েছে। —বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫