ইউল্যাবের নতুন প্রো-ভিসি অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো

প্রকাশ: মার্চ ৩০, ২০২৩

অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) নতুন প্রো-ভিসি নিযুক্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে আগামী চার বছরের জন্য এ পদে নিযুক্ত করেছেন। অধ্যাপক জুড এর আগে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান, স্কুল অব সোশ্যাল সায়েন্সের ডিন এবং আইকিউএসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 

তিনি ইউনিভার্সিটি অব দ্য ফিলিপিন-ডিলিমান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি কমিউনিকেশনে মাস্টার্স করেন। তিনি ফিলিপাইনের ম্যানিলার ডি লা সালে ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ব্যাচেলর অব আর্টস এবং ব্যবস্থাপনায় ব্যাচেলর অব সায়েন্স ইন কমার্স ডিগ্রি অর্জন করেন।  —বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫