যুক্তরাষ্ট্রে গ্রাহকদের কাছ থেকে তিন
লাখ ৩০ হাজারের বেশি গাড়ি ফিরিয়ে আনছে হোন্ডা। এই সব গাড়ির সাইড-ভিউ মিররের পেছনের
হিটিং প্যাডগুলো ঠিকভাবে লাগেনি। এই কারণে যেকোনো সময় খুলে পড়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে
পারে। খবর এপি।
দেশটির সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে,
পেছনের দৃশ্য দেখার জন্য প্রয়োজনীয় নিয়ম মানা হয়নি।
প্রত্যাহারের অন্তর্ভুক্ত গাড়িগুলোর মধ্যে
রয়েছে ২০২০-২০২২ ওডিসি, ২০২০-২০২২ পাসপোর্ট, ২০২০-২০২১ পাইলট এবং ২০২০-২০২১ রিজলাইন।
জানা গেছে, হোন্ডা ডিলাররা বিনামূল্যে
ক্ষতিগ্রস্ত যানবাহনে সাইড-ভিউ মিরর প্রতিস্থাপন করে দেবে। এ বিষয়ে গাড়ির মালিকদের
আগামী ৮ মে’র মধ্যে চিঠি পাঠানো হবে।