দক্ষিণ আমেরিকার ফুটবল সদর দফতরে মেসির ভাস্কর্য

প্রকাশ: মার্চ ২৮, ২০২৩

বণিক বার্তা অনলাইন

আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপে শিরোপা এনে দেয়া লিওনেল মেসির প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা দেখিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। প্যারাগুয়ের লুকুতে অবস্থিত সংস্থার সদর দফতরের যাদুঘরে পেলে ম্যারাডোনার পাশে স্থান পেল এই জীবন্ত কিংবদন্তির ভাস্কর্য। খবর রয়টার্স।

পাশাপাশি মেসির হাতে তুলে দেয়া হয়েছে যথাক্রমে ফ্রান্স ও ইতালিকে হারিয়ে অর্জন করা বিশ্বকাপ ফিনালিসিমার রেপ্লিকা ট্রফি।

গতকাল সোমবার (২৭ মার্চ) অনুষ্ঠিত কোপা লিবারেটেডোরসের ড্র অনুষ্ঠানের আগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মেসির হাতে রেপ্লিকাগুলো তুলে দেয়া হয়।

সময় আর্জেন্টাইন দলের অন্যান্য সদস্য কোচ লিওনেল স্কালোনির হাতেও তুলে দেয়া হয় ক্ষুদ্র আকারের ট্রফি। এর মধ্যে আরো ছিল ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে জয় করা কোপা আমেরিকার ট্রফি

সময় উচ্ছ্বসিত মেসি বলেছেন, আমরা এখন বিশেষ দারুণ কিছু মুহূর্ত উপভোগ করছি। দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে আবারো বিশ্বকাপ জিততে চাই।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫