ইউক্রেনে পৌঁছে গেছে জার্মানির লেপার্ড

প্রকাশ: মার্চ ২৮, ২০২৩

বণিক বার্তা অনলাইন

ইউক্রেনে লেপার্ড টু ট্যাঙ্কের প্রথম চালান পাঠানো হয়েছে বলে জানিয়েছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস আশা করছেন, সম্মুখ সারির যুদ্ধে যানগুলো নির্ধারকের ভূমিকা রাখবে। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় ক্রুদের প্রশিক্ষণ দেয়ার পর ১৮টি অত্যাধুনিক লেপার্ড ট্যাঙ্ক সরবরাহ করা হয়েছে।

জার্মানির সামরিক সাহায্য নিয়ে মন্তব্য না করলেও কিয়েভ থেকে জানা যায়, যুক্তরাজ্য থেকে চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক পৌঁছে গেছে।

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা হিসেবে কয়েক মাস ধরে আধুনিক যুদ্ধযান ও অস্ত্র চেয়ে আসছিল ইউক্রেন।

ন্যাটো দেশগুলোর হাতে প্রায় দুই হাজার লেপার্ড টু রয়েছে। এটি প্রধান যুদ্ধযান হিসেবে ইউরোপীয় দেশে ব্যবহার হয়ে থাকে।

গত জানুয়ারিতে ইউক্রেনে ট্যাঙ্ক সরবরাহে সম্মতি জানায় বার্লিন। অবশ্য এর আগে কিছু দেশ সম্মতি প্রকাশ করলেও নারাজ ছিল তারা।

জার্মান-নির্মিত লেপার্ড রুশ বা সোভিয়েত-তৈরি ট্যাঙ্কের চেয়ে ভারী ও সাঁজোয়া যান হিসেবে এগিয়ে। জার্মান সেনাবাহিনী গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনীয় ট্যাঙ্ক ক্রুদের এর উন্নত এ৬ সংস্করণ ব্যবহারের জন্য প্রশিক্ষণ দিয়েছে।

লেপার্ড রাশিয়ার প্রধান ট্যাঙ্ক টি-৯০ এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিশেষভাবে ডিজাইন করা। অন্যান্য পশ্চিমা ট্যাঙ্কর তুলনায় পরিচালনা সহজ ও কম জ্বালানি লাগে। পাশাপাশি ইউক্রেনে দুটি বিশেষজ্ঞ ট্যাঙ্ক-পুনরুদ্ধার যান ও ৪০টি পদাতিক যান পাঠিয়েছে জার্মানি।

এদিকে গত সপ্তাহে স্লোভাকিয়া থেকে প্রতিশ্রুতি পাওয়া মিগ-২৯ এর প্রথম চালান পৌঁছেছে ইউক্রেনে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫