চট্টগ্রামে চায়ের নতুন নিলাম বর্ষ শুরু ১৭ এপ্রিল

প্রকাশ: মার্চ ২৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে চায়ের নতুন নিলাম বর্ষ। চট্টগ্রামে নিলামের মধ্য দিয়ে ২০২৩-২৪ মৌসুম শুরু হবে। দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে প্রথম নিলাম শুরু হবে ২৬ এপ্রিল।

প্রায় এক মাস ধরে উভয় অঞ্চলে মৌসুম শেষে নিলাম বন্ধ রয়েছে। চা বোর্ড সূত্রে জানা গেছে, নতুন নিলাম বর্ষে মোট ৬৯টি চায়ের নিলাম আয়োজন হবে। এর মধ্যে চট্টগ্রামে ৪৬ ও শ্রীমঙ্গলে ২৩টি নিলাম অনুষ্ঠিত হবে। গতকাল চট্টগ্রামের চা বোর্ডে অনুষ্ঠিত ‌টি সেলস কো-অর্ডিনেশন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম (এনডিসি, পিএসসি) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, উপপরিচালক (বাণিজ্য) মুহাম্মদ মদহুল কবির চৌধুরী, বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক (বাণিজ্য) মোহাম্মদ আব্দুল্লাহ আল বোরহান, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসানসহ টিটিএবি, বাংলাদেশ চা সংসদ (বিসিএস), টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের  (টিপিটিএবি) প্রতিনিধিরা। 

সভায় চা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘‌চা বোর্ড কর্তৃক গৃহীত নানা উদ্যোগ বাস্তবায়ন এবং চা শিল্পের অংশীজনদের আন্তরিক প্রচেষ্টার ফলে গত নিলাম বর্ষে দেশে চা উৎপাদন ও নিলাম কার্যক্রম স্বাভাবিক ছিল।’ ২০২৩-২৪ নিলাম বর্ষেও নিলাম কার্যক্রম ও চায়ের বাজার স্বাভাবিক রাখতে সকলকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫