শিশুর চোখ

যেখানে মিলবে চিকিৎসা

প্রকাশ: মার্চ ২৭, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

শিশুদের চোখের চিকিৎসা দিয়ে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুর জন্য যেটা দরকার সেই ধরনের চিকিৎসা পরামর্শ দিয়ে থাকেন। বাংলাদেশে বেশকিছু হাসপাতালে শিশুদের চোখের সমস্যার চিকিৎসা দেয়া হয়। অভিভাবকদের উচিত সন্তানের চোখ বিষয়ে কোনো সন্দেহ দেখা দিলেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া। 

রাজধানীর ফার্মগেটে ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালে পরীক্ষা করে নিতে পারবেন শিশুর চোখ। এখানে খুবই স্বল্প খরচে সেবা পাবেন চিকিৎসাপ্রত্যাশীরা। বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে কোনো সমস্যা নির্ণয় করা হলে তা সমাধানে নেয়া যাবে যথাযথ পদক্ষেপ। তাছাড়া হারুন আই হাসপাতালেও বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দেখাতে পারবেন শিশুকে। সেখানে শিশুকে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে তবেই যথাযথ চিকিৎসা দেবেন বিশেষজ্ঞ ডাক্তার। তবে এ হাসপাতালে চিকিৎসকের সিরিয়াল পেতে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখা ভালো। 

পাশাপাশি রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন ভুক্তভোগীরা। সেখানে কিছু প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ চক্ষু চিকিৎসকের অধীনে চিকিৎসা নিতে পারবেন দরকার হলে। ২৫০ শয্যার এ হাসপাতালে চোখের চিকিৎসায় ব্যবহৃত হয় অত্যাধুনিক প্রযুক্তি। তাই যেকোনো সমস্যা যেমন সহজে নির্ণয় করা যায়, তা সমাধানেও সময়মতো পদক্ষেপ নেয়া যায়। 

উত্তরার বাংলাদেশ আই হাসপাতালেও শিশুর চোখের সমস্যায় চিকিৎসা নিয়ে থাকেন ভুক্তভোগীরা। সেখানে গেলে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয় করার পাশাপাশি সেসব সমস্যা সমাধানে যেসব চিকিৎসা দরকার পড়বে সেগুলোও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। উত্তরা ছাড়াও বিভিন্ন জায়গায় তাদের শাখা রয়েছে। 

রাজধানীর সংসদ অ্যাভিনিউয়ে রয়েছে চিলড্রেন আই অ্যান্ড অর্থোপটিক সেন্টার। সেখানেও বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার শিশুদের চোখের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। শিশুর চোখসংক্রান্ত কোনো সমস্যা হলে নিশ্চিন্তে ভরসা করতে পারেন এখানকার বিশেষজ্ঞদের ওপর। খেলার ছলে শিশুদের চিকিৎসাসেবা দেয়ার পদ্ধতি তাদের নিয়ন্ত্রণে। তাই শিশুও হেসেখেলেই মিশে যায় ডাক্তারের সঙ্গে। 

হিকমাহ আই হাসপাতালেও শিশুদের চোখের চিকিৎসা দেয়া হয়। সেখানেও বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারবেন আপনি। সেই অনুযায়ী ব্যবস্থা নিলে শিশুর চোখের যেকোনো সমস্যা নিয়ন্ত্রণে আনা সহজ হবে। 

এছাড়া রাজধানীতে তো বটেই বিভিন্ন জেলা শহরেও চিকিৎসাসেবা দিয়ে থাকেন চক্ষুবিশেষজ্ঞরা। তাদের কাছে দেখিয়ে নিলে শিশুর চোখের সমস্যা তীব্র হওয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫