পাস করা সবাইকে মেডিকেলে ভর্তির সুযোগ দিতে চিঠি

প্রকাশ: মার্চ ২৬, ২০২৩

বণিক বার্তা অনলাইন

এবারের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় পাস করা সবাইকে মেডিকেলে ভর্তির সুযোগ দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।

প্রসঙ্গত, এবারের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় পাস করাদের একটি অংশের ভর্তির সুযোগ থাকছে না বলে বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে বিপিএমসিএ স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ চিঠি দেয়।

সংগঠনটি বলেছে, ১০/১২ বছরের চলমান নিয়ম পরিবর্তন হলে বেসরকারি মেডিকেলের অনেক আসন ফাঁকা থাকবে। শিক্ষার্থীদের একটি অংশ দেশের বাইরে চলে যেতে পারে।

মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বিপিএমিসিএ এর দাবি, ৪৯ হাজার ১৯৪ জন পাস করার অর্থ হচ্ছে তারা সবাই সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ রাখে। এটা তাদের আইনগত ও মৌলিক অধিকার।

পাস করার পরও হঠাৎ করে একটি অংশকে ভর্তির আবেদন করার সুযোগ না দেওয়ায় আইনি জটিলতার সম্ভবনা রয়েছে বলেও ওই সংগঠনের পক্ষে বলা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫