ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেছেন, ভারতের পররাষ্ট্র
নীতি হল 'নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী আগে'। বাংলাদেশ সর্বদা এ নীতির শক্তিশালী
স্তম্ভ। বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয়
দিবসের শুভেচ্ছা জানিয়ে এক টুইট বার্তায় এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং জনগণকে
আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এস জয়শংকর বলেন, আমাদের বহুমুখী অংশীদারিত্ব একে অন্যের জন্য ত্যাগের ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ সবসময় ভারতের
নেইবারহুড ফার্স্ট বা ‘প্রতিবেশী আগে’
শীর্ষক পররাষ্ট্রনীতি নীতির একটি শক্তিশালী স্তম্ভ হয়ে থাকবে।