মুক্তিযুদ্ধের সিনেমা ও সিরিজ নিয়ে ‘স্বাধীনতা উৎসব’

প্রকাশ: মার্চ ২৬, ২০২৩

ফিচার প্রতিবেদক

বিশেষ দিনে চরকি সবসময় নানা আয়োজন নিয়ে দর্শকদের সামনে আসে। স্বাধীনতা দিবস উপলক্ষে ২৩ মার্চ চরকিতে শুরু হয়েছে ‘স্বাধীনতা উৎসব’। চলবে ২৯ মার্চ পর্যন্ত। এ সময় চরকির একটি অরিজিনাল সিরিজসহ মোট সাতটি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ফ্রিতে দেখা যাবে। শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে হবে। 

চরকি অরিজিনাল সিরিজটির নাম ‘জাগো বাহে’। আর সিনেমাগুলোর তালিকায় আছে ওরা ১১ জন, গেরিলা, আলোর মিছিল, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, একাত্তরের যীশু ও সূর্য দীঘল বাড়ী।

‘‌ওরা ১১ জন’ স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রথম চলচ্চিত্র। ১৯৭২ সালে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ ও ‘একাত্তরের যীশু’ দেখা যাবে চরকিতে। মোস্তফা সরয়ার ফারুকী ও রেদওয়ান রনি পরিচালিত এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল, শেখ নিয়ামত আলী ও মসিহউদ্দিন শাকের পরিচালিত সূর্য দীঘল বাড়ীও দেখে নিতে পারেন সময় করে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫