মিশিগানের উৎসবে ‘বায়োগ্রাফি অব নজরুল’

প্রকাশ: মার্চ ২৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন সিটির সিটি স্কয়ারে আগামী ২২ ও ২৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪তম বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল। যার উদ্যোক্তা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান।

এই আয়োজনে অন্যতম আকর্ষণ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে নির্মিত বায়োগ্রাফি অব নজরুল। ফেরদৌস খান পরিচালিত ডকুফিল্মটি প্রদর্শিত হবে ২২ জুলাই বিকাল ৭টায়।

বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক সংগঠনের সভাপতি জাভেদ চৌধুরী।

এ প্রসঙ্গে বায়োগ্রাফি অব নজরুল-এর নির্মাতা ফেরদৌস খান বলেন, বাংলাদেশী আমেরিকানদের মাঝে দেশীয় সংস্কৃতি তথা শেকড়ের বন্ধন অনুভবের একটা সুযোগ হবে। বাংলাদেশ আর নজরুল যে এক কবিতার পংক্তি তা জানতে পারবেন প্রবাসীরা।

প্রদর্শনীতে উপস্থিত হয়ে দর্শকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন বলেও জানান ফেরদৌস খান।

১ ঘণ্টা ৩৪ মিনিটের পূর্ণদৈর্ঘ্য ডকুফিল্মটি ২০২০ সালের নভেম্বরে ঢাকার ব্লকবাস্টার সিনেমাস ও ‍স্টার সিনেপ্লেক্সে মুক্তি পায়। বায়োগ্রাফি অব নজরুল প্রযোজনা করেছেন নজরুল সেন্টারের প্রতিষ্ঠাতা ড. আল-আমীন খান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫