মর্যাদার প্রশ্নে আপস করেননি সামান্থা

প্রকাশ: মার্চ ২৫, ২০২৩

ফিচার ডেস্ক

একের পর এক অভিনয় দিয়ে মুগ্ধ করছেন সামান্থা। দ্য ফ্যামিলি ম্যান সিরিজে দুর্দান্ত অভিনয়ের পর তিনি যুক্ত হয়েছেন সিটাডেলের ভারতীয় সংস্করণে। এর পাশাপাশি নিয়মিত অভিনয়ও করছেন। সম্প্রতি নিজের অভিনয় ও ক্যারিয়ারে মানসম্মত কাজ বাড়ানোর জন্য নিজেকে আলাদা করে সময় দিচ্ছেন। সে কারণে আইটেম গানে নাচতেও অস্বীকৃত হয়েছেন। যদিও আইটেম গানের ক্ষেত্রে তার যথেষ্ট চাহিদা আছে, কিন্তু তিনি আরো সৃজনশীল কোনো কাজে নিজেকে সময় দিতে চান। সে ধারাবাহিকতায়ই আসছে শকুন্তলম। মহাভারতের কাহিনী অবলম্বনে নির্মিত এ সিনেমায় তাকে দেখা যাবে পৌরাণিক নারীর চরিত্রে। শকুন্তলার চরিত্রটি তৈরি করতে নিজেকে নতুন করে গড়েছেন সামান্থা। ব্যক্তিগত দুঃসময়েও মর্যাদার সঙ্গে নিজেকে ধরে রেখেছেন। 

সিটাডেল বা ফ্যামিলি ম্যানের মতো সিরিজের বাইরে তিনি অভিনয় করছেন রোমান্টিক সিনেমায়। বিজয় দেবরকোণ্ডার সঙ্গে একটি সিনেমার কাজ করছেন তিনি। এছাড়া শকুন্তলা মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে এর প্রচারণার জন্য এখন ব্যস্ত সময় পার করছেন সামান্থা। সম্প্রতি তিনি মুম্বাইয়ে এ সিনেমার প্রচারণা করেন এবং এর সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তিনি সিনেমা ও নিজের সম্পর্কে নানা কথা বলেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে সামান্থা ক্যাপশন দিয়েছেন, ‘‌মুম্বাই! (সিনেমা) মুক্তির কাছাকাছি সময়ে এসে আমি খুবই আনন্দিত।’

ভিডিওতে সামান্থা এ সিনেমায় তার চরিত্রটি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘‌শকুন্তলার চরিত্রটি আধুনিক। তিনি ছিলেন দারুণভাবে স্বাধীন এক নারী। তার প্রেমের প্রতি বিশ্বাস ছিল। নিজের ভালোবাসার প্রতি ছিলেন আত্মবিশ্বাসী। এমনকি তার যাত্রার কঠিনতম সময়েও তিনি নিজের মর্যাদা ধরে রেখেছেন।’ শকুন্তলার প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজেকে শকুন্তলার সঙ্গে মিলিয়েছেন বা বলা যায়, নিজের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন এবং সেখান থেকে নিয়েছেন অনুপ্রেরণা। তিনি বলেন, ‘‌এক্ষেত্রে আমি নিজের সঙ্গে তার মিল খুঁজে পাই। শকুন্তলা খুব খারাপ সময় পার করেছে, কিন্তু মর্যাদার প্রশ্নে আপস করেনি।’

গত কয়েক বছরে সামান্থার জীবনেও কিছু খারাপ সময় গিয়েছে। প্রথমত, বিবাহ বিচ্ছেদ। অবশ্য সেখানে তিনি ও নাগা চৈতন্য উভয়ই নিজেদের সম্মান বজায় রেখেছেন। এরপর সামান্থা জটিল রোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু মনের জোর ও চিকিৎসায় সেরে উঠেছেন। এসব নিয়ে সামান্থা বলেন, ‘‌এমন একটি পৌরাণিক চরিত্র ও রাজকুমারীর মতো নিজেকে খুঁজে পেয়েছিলাম অরণ্যে। আমার ভেতরের শিশু আনন্দে জেগে উঠেছিল। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শকও আনন্দিত হয়ে দেখবে।’

গুণশেখরের পরিচালনায় শকুন্তলম মূলত কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে নির্মিত। সিনেমাটিতে সামান্থার বিপরীতে দুষ্মন্ত হিসেবে অভিনয় করছেন দেব মোহন। 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫