ফোর্টনাইট থেকে আয়ের ভাগ দেবে এপিক

প্রকাশ: মার্চ ২৫, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

অনলাইন গেম ফোর্টনাইটের নির্মাতাদের জন্য উন্নত আর্থিক ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমস। এর অংশ হিসেবে ক্রিয়েটর ইকোনমি ২.০ নামক ব্যবস্থাটি চালু করেছে। এর মাধ্যমে নির্মাতাদের আয়ের ৪০ শতাংশ অর্থ দেবে এপিক। খবর দ্য ভার্জ।

আগে নির্মাতারা সাপোর্ট-এ-ক্রিয়েটর নামের প্রকল্পে অংশ নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রকল্পে নির্মাতাদের বিভিন্ন একক কোড দেয়া হয়। কেউ ফোর্টনাইট স্টোর থেকে ওই কোড ব্যবহার করে কিছু কিনলে সেই পণ্য বিক্রির পাঁচ শতাংশ অর্থ পেতেন নির্মাতারা।

‘ক্রিয়েটর ইকোনমি ২.০’র অংশ হিসেবে ফোর্টনাইটের নেট আয়ের ৪০ শতাংশ সেসব নির্মাতা পাবেন, যারা ফোর্টনাইটে গেম প্রকাশ করেন।  নিজেদের ব্লগ পোস্টের নতুন পরিকল্পনায় এ আর্থিক ব্যবস্থার বিস্তারিত উল্লেখ করেছে এপিক। কোম্পানিটি ক্রিয়েট ডটফোর্টনাইট ডটকম ঠিকানায় ডেডিকেটেড ফোর্টনাইট ক্রিয়েটর পোর্টালও চালু করেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫