ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরের শিল্পোৎপাদন ৮.৯% কমেছে

প্রকাশ: মার্চ ২৫, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

গত ফেব্রুয়ারিতে শিল্পোৎপাদন কমেছে সিঙ্গাপুরের। এ নিয়ে টানা পাঁচ মাসের মতো শিল্পোৎপাদন কমল বাণিজ্য নগরীটির। গতকাল ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ড প্রকাশিত উপাত্তে দেখা গেছে, ফেব্রুয়ারিতে দেশটির কারখানা কার্যক্রম ৮ দশমিক ৯ শতাংশ কমেছে। এর আগে জানুয়ারিতে কমেছিল ৩ দশমিক ১ শতাংশ। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

ইউওবির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ অ্যালভিন লিয়ু জানান, ২০১৫ সালের পর সিঙ্গাপুরের শিল্পোৎপাদন সর্বনিম্ন। এতে চলতি বছরে দেশটির শিল্পোৎপাদন খাত ৫ দশমিক ৪ শতাংশ সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস লিয়ুর।

চীনের অর্থনীতি সচলের বিষয়টি সিঙ্গাপুরের শিল্পোৎপাদন ও রফতানিতে বড় কোনো প্রভাব রাখেনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্বিতীয় প্রান্তিক থেকে সিঙ্গাপুরের অর্থনীতিতে তার প্রভাব অনুভূত হতে পারে।

যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতে অস্থিরতায় মন্দার ঝুঁকিতে যুক্তরাষ্ট্র। এতে মার্কিন ভোক্তা চাহিদায় শ্লথগতি থাকবে তা সহজেই অনুমেয়। মেব্যাংকের অর্থনীতিবিদদের পূর্বাভাস, যুক্তরাষ্ট্রের মন্দায় পড়ার সম্ভাবনা ৫৭ শতাংশ। আশা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের বাজারে রফতানি বাড়াতে উন্মুখ থাকবে সিঙ্গাপুর।

গত মাসে মেডিকেল প্রযুক্তি পণ্য সর্বোচ্চ ১৩ দশমিক ৭ শতাংশ সম্প্রসারণ হয়েছে। মেডিকেল ডিভাইসের চাহিদা বৃদ্ধিতে এ ধরনের পণ্য রফতানি বেড়েছে সিঙ্গাপুরের। রাসায়নিক পণ্য উৎপাদন কমেছে ১৪ দশমিক ৯ শতাংশ। দেশটির ইলেকট্রনিক পণ্য উৎপাদন ১০ শতাংশ কমেছে। উল্লেখ্য, সিঙ্গাপুরের মোট রফতানির ৪০ শতাংশ ইলেকট্রনিকস।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫