যুক্তরাজ্যে বন্ধ হওয়ার ঝুঁকিতে ৩ লাখ ৭০ হাজার প্রতিষ্ঠান

প্রকাশ: মার্চ ২৫, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাজ্যে বন্ধ হওয়ার কিংবা কর্মী ছাঁটাইয়ের ঝুঁকিতে রয়েছে ৩ লাখ ৭০ হাজারের মতো ক্ষুদ্র প্রতিষ্ঠান। আগামী সপ্তাহ শেষে সরকারের জ্বালানি সহায়তা প্রত্যাহার করা হলে এমন ঝুঁকিতে পড়তে পারে প্রতিষ্ঠানগুলো। এমনই আশঙ্কা করছে ফেডারেশন অব স্মল বিজনেসেস। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

সম্প্রতি যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জেরেমি হান্ট জানান, সাধারণ ভোক্তাদের জন্য জ্বালানি সহায়তা বহাল থাকলেও ১ এপ্রিল থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য তা বন্ধ হয়ে যাচ্ছে। 

শীর্ষ লবি প্রতিষ্ঠানটির পলিসি চেয়ার টিনা ম্যাকেঞ্জি বলছেন, সরকারের এমন সিদ্ধান্তের প্রভাব ভোক্তাদের ওপরই পড়বে। কারণ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো জ্বালানি ব্যয় মেটাতে দাম বাড়াতে বাধ্য হবে। এতে মূল্যস্ফীতি আরো বাড়বে।

এদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জ্বালানি সহায়তা সত্ত্বেও রেকর্ড জ্বালানি বিলের ভারে বিপর্যস্ত হয়ে পড়েছে বেশকিছু ব্রিটিশ কোম্পানি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫