ব্যাংকের ওপর আস্থা কমছে মার্কিনদের

প্রকাশ: মার্চ ২৪, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

সম্প্রতি যুক্তরাষ্ট্রে দুটি ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ায় খাতটি নিয়ে গ্রাহকের মধ্যে এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে। এক জরিপে দেখা গেছে, মাত্র ১০ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন দেশের ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর ওপর বিশ্বাস রয়েছে। এর আগে ২০২০ সালে খাতটির ওপর পূর্ণ আস্থা রাখতেন ২২ শতাংশ। খবর এপি।

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) পতন ঘটে। যার প্রভাব পড়ে বিশ্বের বিভিন্ন ব্যাংকে ও সংশ্লিষ্ট খাতগুলোয়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে এপি ও এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের যৌথ জরিপে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে সাধারণ মানুষের মনোভাব উঠে আসে। জরিপে দেখা গেছে, বেশির ভাগ মার্কিন মনে করেন, ব্যাংক ও আর্থিক পরিষেবা খাত নিয়ন্ত্রণে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।

সিলিকন ভ্যালি ব্যাংকটি ছিল যুক্তরাষ্ট্রের ১৬তম বৃহত্তম ব্যাংক। বন্ড মার্কেটে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের জের ধরে ১০ মার্চ ব্যাংকটির পতন ঘটে। এর দুদিন পরে দেশের নিয়ন্ত্রক সংস্থা বন্ধ ঘোষণা করে নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক। যেটির সঙ্গে ক্রিপ্টোকারেন্সির সংশ্লিষ্টতা পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে যখন ব্যাংক খাতে এমন টালমাটাল চলছে, ঠিক সেই সময় আটলান্টিকের ওপারে ঘটেছে আরেক ঘটনা। বেশ কিছুদিন ধরেই খারাপ সময় অতিক্রম করা ক্রেডিট সুইস ব্যাংকটি অধিগ্রহণ করেছে সুইজারল্যান্ডের আরেক ব্যাংক ইউবিএস।

যুক্তরাষ্ট্রে ব্যাংক খাতের এ বিশৃঙ্খলা ২০১৮ সালের আইন সম্পর্কে নীতিনির্ধারকদের মধ্যে প্রশ্ন উত্থাপন করেছে। জরিপে দেখা যায়, ৫৬ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। ২৭ শতাংশ বলছেন, সরকারের ভূমিকা ঠিকই আছে, ১৫ শতাংশের মত হলো সরকারের পদক্ষেপ যথেষ্ট নয়। ডেমোক্র্যাটদের ৬৩ শতাংশের মতে, বর্তমানে ব্যাংক নিয়ন্ত্রণে যে আইন আছে তা যথাযথ, একই মত ৫১ শতাংশ রিপাবলিকানের।

জরিপে পাওয়া তথ্যানুযায়ী, মাত্র ১০ শতাংশ মার্কিনের দেশের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর ওপর পূর্ণ আস্থা রয়েছে, তুলনামূলক কম আস্থা দেখিয়েছেন ৫৭ শতাংশ এবং ৩১ শতাংশের আস্থার পরিমাণ যৎসামান্য। দেশের সার্বিক অর্থনীতির ওপরও আস্থা কমেছে মানুষের। এক-চতুর্থাংশের মতে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা ভালো। অন্যদিকে তিন-চতুর্থাংশ মনে করেন অবস্থা খারাপ। ৪৩ শতাংশ ডেমোক্র্যাট অর্থনীতির অবস্থা ভালো মনে করলেও তাদের সঙ্গে একমত হয়েছেন মাত্র ৭ শতাংশ রিপাবলিকান।

২০২০ সালের একই জরিপে সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রের ব্যাংক ও আর্থিক খাতের ওপর যে বিশ্বাস ও আস্থার কথা বলেছিছেন, এবার তা যথেষ্ট পরিমাণে কমেছে। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর মার্কিনদের এ আস্থার সংকট নতুন নয়।

জরিপে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক জানিয়েছেন, তাদের ব্যক্তিগত আর্থিক অবস্থা ভালো। অবশ্য আগের বছর প্রতি ১০ জনে ছয়জন মার্কিন এ অবস্থা ভালোর কথা জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের পরিবারগুলোয় মূল্যস্ফীতির বেশ ভালো প্রভাব পড়েছে। বেড়েছে নিত্যপণ্যের দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক বছরে নয়বার বেঞ্চমার্ক সুদের হার বাড়িয়েছে ফেডারেল রিজার্ভ। 

 এদিকে সুদের হার বৃদ্ধির এ ধারা ব্যাংকগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এমনকি বন্ধ হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাংকও উচ্চসুদের হারের কারণে বিপদে পড়ে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫