ইউরোপের বাজারে এক্সপ্লোরার ইভি উন্মোচন ফোর্ডের

প্রকাশ: মার্চ ২৪, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

ইউরোপের বাজারে নিজেদের প্রথম সম্পূর্ণ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উন্মোচন করেছে ফোর্ড মোটর। নতুন উন্মোচিত ইভি মডেলটির নাম ‘এক্সপ্লোরার’। মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রেতা আকর্ষণে ফোর্ডের সুপরিচিত এক্সপ্লোরার ব্র্যান্ড নাম ব্যবহার করা হয়েছে নতুন সংস্করণের গাড়িটিতে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ইউরোপের কারখানায় নির্মিত শতভাগ গাড়িই থাকবে ইভি। সেই পরিকল্পনার অংশ হিসেবে বাজারে এক্সপ্লোরার ইভি উন্মোচন।

ফোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এক্সপ্লোরার ইভি দুটি সংস্করণে সরবরাহ করা হবে—এক্সপ্লোরার ও এক্সপ্লোরার প্রিমিয়াম। এর মূল্য শুরু হবে ৪৫ হাজার ইউরো বা ৪৮ হাজার ২৫০ ডলার থেকে। চলতি বছরের শেষ দিকে এর বিক্রয় শুরু হবে।

২০১৯ সালে বিদ্যুচ্চালিত ও স্বচালিত যানবাহন নিয়ে ব্যাপক সহযোগিতার ঘোষণা দিয়েছিল ফোর্ড ও জার্মান গাড়ি নির্মাতা ফক্সওয়াগন। সেই ঘোষণার সূত্র ধরে ছয় বছরের মধ্যে ফক্সওয়াগনের প্লাটফর্ম ব্যবহার করে ১২ লাখ ইভি উৎপাদনের প্রত্যাশা করছে ফোর্ড। চলতি বছরেই এ উৎপাদন প্রক্রিয়া চালু হবে বলে জানা গেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫