তৃতীয় ওয়ানডে

ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, ফিরেছেন মিরাজ

প্রকাশ: মার্চ ২৩, ২০২৩

ক্রীড়া প্রতিবেদক

সিলেটে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে আয়ারল্যান্ড। প্রথম পাঁচ ওভারশেষে আইরিশদের সংগ্রহ ১৪/১। স্টিফেন ডোহেনির উইকেট শিকার করেছেন পেসার হাসান মাহমুদ।

 

এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন। ব্যাটার ইয়াসির আলীর জায়গায় একাদশে এসেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যিনি মাথার চোটের কারণে আগের দুটি ম্যাচে খেলেননি।

 

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৩৩৮ রানের রেকর্ড স্কোর গড়ে প্রতিপক্ষকে হারায় বাংলাদেশ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করে দলকে রেকর্ড ৩৪৯ রানের বিশাল পুঁজি এনে দেন মুশফিকুর রহিম। যদিও বৃষ্টির কারণে খেলা পণ্ড হলে বিফলেই যায় তার ৬০ বলে খেলা ১০০ রানের ঝলমলে ইনিংসটি।

 

১-০তে এগিয়ে থাকা বাংলাদেশ আজ নেমেছে সিরিজ নিশ্চিত করতে। আর সিরিজ বাঁচাতে আইরিশদের জয়ের বিকল্প নেই। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫