৩ কোটি ২১ লাখ টাকার স্বর্ণসহ বিমানযাত্রী আটক

প্রকাশ: মার্চ ২৩, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা মোহাম্মদ জিয়াউদ্দিন (২৫) নামে এক যাত্রীর কাছ থেকে ৩২টি স্বর্ণের বার ও অলংকার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারাযার মূল্য ৩ কোটি ২১ লাখ টাকার বেশি।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওই যাত্রী আটক হন।

জিয়াউদ্দিনকে তল্লাশি করে ২৩টি পায়ুপথ দিয়ে বের করা হয় আরো ৯টি স্বর্ণের বার। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জিয়াউদ্দিনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর এনায়েতপুর এলাকায়। তার বাবার নাম আবুল বাশার।

আজ সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশের বিজি ১৪৮ ফ্লাইটে দেশে ফেরেন জিয়াউদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি করা হয়। প্রথমে তার দেহ তল্লাশি করে ২৩টি স্বর্ণের বার পাওয়া যায়। এরপর শরীর স্ক্যান করে তলপেটে আরো বার দেখা যায়। পরে পায়ুপথ দিয়ে এগুলো বের করা হয়।

জব্দ ৩২টি বার ও ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ জব্দ স্বর্ণের ওজন ৩ কেজি ৮২৭ গ্রাম। যার বাজারমূল্য ৩ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা।

অভিযুক্তের বিরুদ্ধে পতেঙ্গা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫