পুঁজিবাজারে আসতে চায় ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল

প্রকাশ: মার্চ ২৩, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দেশের সর্বপ্রথম ক্যান্সার হাসপাতাল ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। এ প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করাতে করপোরেট অ্যাডভাইজরি ও ইস্যু ম্যানেজমেন্টের কাজ করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। 

গতকাল ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেসের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাকিফ শামীম ও সিটি ব্যাংক ক্যাপিটালের এমডি ও সিইও এরশাদ হোসেন। 

চুক্তি অনুযায়ী, সিটি ব্যাংক ক্যাপিটাল ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের করপোরেট অ্যাডভাইজরি পরিষেবা দেবে। এছাড়া হাসপাতালটির প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন ত্বরান্বিত করার জন্য কাজ করবে প্রতিষ্ঠানটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫