যেমন চলছে নিশোর প্রথম সিনেমার শুটিং

প্রকাশ: মার্চ ২৩, ২০২৩

ফিচার প্রতিবেদক

ফেব্রুয়ারির শেষদিন আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র মহরত অনুষ্ঠিত হয়েছিল। এ সিনেমায় নিশোর বিপরীতে আছেন তমা মির্জা। চলতি মাসের প্রথম সপ্তাহেই রায়হান রাফী সুড়ঙ্গের শুটিং শুরু করেছেন। কেমন লাগছে নিজের প্রথম সিনেমার শুটিং জানতে চাইলে নিশো বলেন, ‘অবশ্যই অন্য রকম একটা অনুভূতি কাজ করছে। এটা আমার প্রথম সিনেমা। সিলেট সুনামগঞ্জের দুর্গম এলাকায় আমরা সবাই মিলে প্রায় ১০ দিন শুট করেছি। সবার থাকা-খাওয়ার খুব কষ্ট ছিল। প্রত্যেকের অনেক পরিশ্রম হলেও ভিজুয়ালি বা পারফরম্যান্সে দর্শক উপভোগ্য, রুচিশীল ও মার্জিত কিছু দেখতে পাবে।’

নিজের চরিত্রের চ্যালেঞ্জ নিয়ে নিশো বলেন, ‘পরিচালক রাফীর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আমি সবসময় চেষ্টা করি, পরিচালকের সঙ্গে আরাম করে কাজ করতে। এজন্য আমরা অনেক আলোচনা করে জেনে-বুঝে কাজটা করেছি। এখনো দুই স্লট শুট বাকি আছে। আমরা যে পরিশ্রম করছি, সেটা দর্শক কাজে দেখতে পাবে।’

তমা মির্জা বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন। ওটিটিতে তিনি এখন সবচেয়ে আলোচিত অভিনেত্রী। সুড়ঙ্গর শুটিং অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘অনেক বছর পর আমি এ রকম কষ্ট করে শুটিং করেছি। শুধু আমি নয়, পুরো টিম শুটিংটা করতে গিয়ে অনেক শ্রম দিয়েছে। তার পরও শান্তির জায়গা একটাই, আমরা যতটুকু শুট করেছি তাতে কোনো কম্প্রোমাইস করিনি।’

নিশোর সঙ্গে অভিনয় প্রসঙ্গে তমা বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটা একটু ট্রিকি। নিশো ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, আমার কাজটাকে সহজ করে দিয়েছেন।’

পরিচালক রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ সিনেমার প্রথম স্লট শুট শেষ করেছি আমরা। এ স্লটে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লোকেশন। একদম ভারত-বাংলাদেশ সীমান্তে প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছি। সেখানে বছরের অর্ধেক সময় পানি থাকে আর বাকি সময় মাটি। এখন আমরা দ্বিতীয় স্লট শুট শুরু করব। এবারের শুটটা আমাদের জন্য আরো কঠিন হবে। দর্শক দেখে আনন্দ পেলে তবেই আমাদের এ কষ্ট সার্থক হবে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫