পুনর্নির্বাচন দাবি বিএনপিপন্থী আইনজীবীদের

প্রকাশ: মার্চ ২২, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

আগামী এপ্রিলের আগে জরুরি সভা ডেকে অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা মাসের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট পুনরায় গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। ব্যাপারে সম্পাদক বরবার চিঠিও পাঠানো হবে বলে জানান তারা।

আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে মতবিনিময় সভা সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপিপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যদের ব্যানারে এই আয়োজন করা হয়।

বক্তারা অভিযোগ করে বলেন, পরাজয় সুনিশ্চিত জেনেই গঠনতন্ত্র না মেনে নিজেদের পছন্দের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করে পুলিশের সাহায্যে ভোট করিয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। এতে সাবেক নির্বাচিত নেতৃবৃন্দ বারের সদস্যদের একাংশ অংশগ্রহণ করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫