নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ শাহজাহানের মৃত্যু

প্রকাশ: মার্চ ২২, ২০২৩

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ শাহজাহান খান নামে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন মারা গেছেন। আজ বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। 

মৃত শাহজাহান খান (৪০) পটুয়াখালীর আলী খানের ছেলে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ শাহজাহান চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টার দিকে আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। সেখান থেকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিইন্সটিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫