টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ

প্রকাশ: মার্চ ২০, ২০২৩

বণিক বার্তা অনলাইন

প্রথম ম্যাচে রেকর্ড স্কোর গড়ে রেকর্ড ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। অন্যদিকে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশায় টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আয়ারল্যান্ড। এদিন বৃষ্টির শঙ্কা থাকলেও নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে দ্বিতীয় ওয়ানডে। যদিও আবহাওয়া রিপোর্ট বলছে, ম্যাচ চলাকালে বৃষ্টি হানা দিতে পারে! বলা চলে বৃষ্টি মাথায় নিয়ে ম্যাচটি গড়াতে যাচ্ছে। 

এ ম্যাচে এক পরিবর্তন বাংলাদেশ দলে। পেসার মোস্তাফিজের পরিবর্তে একাদশে ফেরানো হয়েছে হাসান মাহমুদকে। মোস্তাফিজকে বিশ্রাম দেয়া হয়েছে। অন্যদিকে গ্যারেথ ডিলানিকে বসিয়ে রেখে ম্যাথিউ হাম্প্রিসকে অভিষেক করাচ্ছে আয়ারল্যান্ড।

এর আগে প্রথম ম্যাচেও টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিলো ৩৩৮ রান। যা নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের স্কোর। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড অলআউট হয়ে যায় ১৫৫ রানে। যার ফলে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় তামিম ইকবালের দল। যা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং, স্টিফেন দোহেনি, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেকটর, লরকান টাকার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডেয়ার, ম্যাথিউ হাম্প্রিস, গ্রাহাম হিউম।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫