কবি আবু জাফর ওবায়দুল্লাহর ২১তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ: মার্চ ১৯, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

প্রখ্যাত কবি আবু জাফর ওবায়দুল্লাহর ২১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০১ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

কবি আবু জাফর ওবায়দুল্লাহ খান ১৯৩৪ সালের ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। সাবেক স্পিকার বিচারপতি আবদুল জব্বার খানের দ্বিতীয় পুত্র তিনি। ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগত পেশায় যোগ দেন। পরে পাকিস্তান সুপারিয়র সার্ভিস পরীক্ষায় সমগ্র পাকিস্তানে দ্বিতীয় স্থান লাভ করে সিভিল সার্ভিসে যোগ দেন।

বাংলাদেশে তিনি দীর্ঘদিন পল্লী উন্নয়ন কৃষি মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তবে দেশবাসীর কাছে তার মুখ্য পরিচয় কবি হিসেবে। একুশের প্রথম সংকলনে তার লেখাকোন এক মাকে’—কবিতা প্রতি শহীদ দিবসেই পাঠ করা হয়। তার প্রকাশিত কাব্যগ্রন্থ সাত নরীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তীর কথা বলছি, সহিষ্ণু, প্রতীক্ষা, বৃষ্টি এবং সাহসী পুরুষের জন্য, খাঁচার ভিতর অচিন পাখি প্রত্যেকটি বৈশিষ্ট্যে স্বতন্ত্র। কেবলআমি কিংবদন্তীর কথা বলছি কবিতা দিয়েই তিনি বাংলা কবিতা সাহিত্যে বেঁচে থাকবেন অনন্তকাল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫