পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ১৬ শতাংশ কমেছে। এ দরপতনের মাধ্যমে আলোচ্য সপ্তাহে ডিএসইর সর্বোচ্চ দর হারানোর তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বিজিআইসির শেয়ারদর ছিল ৬৪ টাকা ৫০ পয়সায়। সপ্তাহ শেষে এ দর কমে দাঁড়িয়েছে ৫৪ টাকা ২০ পয়সায়। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০ টাকা ৩০ পয়সা বা ১৫ দশমিক ৯৭ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির মোট ১ কোটি ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।