ডার্লিং নদীতে ভেসে উঠছে লাখ লাখ মৃত মাছ

প্রকাশ: মার্চ ১৯, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

অস্ট্রেলিয়ার ডার্লিং নদীতে মরে ভেসে উঠেছে লাখ লাখ মাছ। মৃত মাছের সংখ্যা এতই বেশি যে এর কারণে আটকে গেছে নদীর পানিপ্রবাহ। তীব্র দাবদাহ এসব মাছের মৃত্যুর কারণ বলে জানিয়েছে দেশটির নদীসংক্রান্ত কর্তৃপক্ষ। খবর বিবিসি।

নিউ সাউথ ওয়েলসের স্থানীয় সরকার বলেছে, এ ধরনের ঘটনা ডার্লিং নদীতে প্রায়ই ঘটে। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত তিনবার একই ধরনের বিপর্যয় দেখা গেল। তবে এবারের ঘটনার ব্যাপকতা ইতিহাস ছাড়িয়ে গেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, লোকজন নৌকায় করে মাছ সংগ্রহ করছে। সংশ্লিষ্টরা বলছেন, এখনই নদী থেকে মাছগুলো সরিয়ে ফেলা না হলে পানি দূষিত হয়ে আরো মাছ মারা পড়বে। 

স্থানীয় প্রশাসন বলছে, সম্প্রতি ওই এলাকায় একটি বন্যা হয়েছে। বন্যার পর নদীতে কার্পজাতীয় মাছের সংখ্যা বেড়েছিল। তবে এখন পানি কমে যাওয়ায় মাছগুলো মারা যাচ্ছে। তাছাড়া উষ্ণ পানি ঠাণ্ডা পানির চেয়ে কম অক্সিজেন ধারণ করে। ওই এলাকায় এখন গরমকাল চলছে, তাই পানিতে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। আর কম অক্সিজেনে কার্পজাতীয় মাছগুলো বাঁচতে পারে না। অর্থাৎ পানিতে অক্সিজেনের পরিমাণের অপর্যাপ্ততার জন্যই এমনটি ঘটেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫