নতুন গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

প্রকাশ: মার্চ ১৯, ২০২৩

ফিচার প্রতিবেদক

ঢাকাই সিনেমার পরিচিত মুখ নুসরাত ফারিয়া। ওপার বাংলায়ও অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। উপস্থাপনা আর মডেলিংয়েও সমানভাবে দক্ষ এ নায়িকা। গানের প্রতিও রয়েছে তার দুর্বলতা। এরই মাঝে তিনটি গান গেয়েছেন তিনি। সে ধারাবাহিকতায় এ ঈদে আসছে নুসরাত ফারিয়ার নতুন গান। তার চতুর্থ গানটির শিরোনাম ‘বুঝি না তো তাই’। 

নতুন গান নিয়ে তিনি বলেন, ‘আমার আগের তিনটি গানের মতো এটাও একটা মজার গান। আনন্দ অনুষ্ঠানে কিংবা পার্টিতে বাজানোর জন্য উপযোগী। মানুষ শুনে আনন্দ পাবে এমন একটি গান এটি। আশা করি শ্রোতারা উপভোগ করবে। এবারের গানে সংগীতপ্রেমীরা নতুন এক নুসরাত ফারিয়ার দেখা পাবেন।’ 

নতুন এ গানে ফারিয়ার সহশিল্পী হিসেবে থাকছেন ব্রিটিশ র‍্যাপার মুজজি স্ট্রেনজার। বাংলাদেশী বংশোদ্ভূত এ গায়ক বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সেরা তিন প্রতিযোগীর একজন। প্রথম বাংলাদেশী হিসেবে কাজ করছেন মেইন স্ট্রিম ব্রিটিশ মিউজিক ইন্ডাস্ট্রিতে। মিউজিক ভিডিওতে ফারিয়ার সঙ্গে তাকেও দেখা যাবে। গানটি লিখেছেন বাঁধন। সুর করেছেন মামজি স্ট্রেনজার আর সংগীতায়োজন করেছেন ডিজে লায়ান।\

সহশিল্পী মামজি স্ট্রেনজার প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘বলিউডের র‌্যাপার-মিউজিক ডিরেক্টর মামজি। খুব কো-অপারেটিভ তিনি। তাঁর সঙ্গে প্রথম কাজ হলেও অভিজ্ঞতা দারুণ।’

এরই মাঝে গানের শুটিং শেষ হয়েছে। গত মাসেই থাইল্যান্ডে এর দৃশ্য ধারণ হয়েছে। এর কোরিওগ্রাফি ও নির্দেশনা দিয়েছেন ভারতের ডিরেক্টর ও ড্যান্সার বাবা যাদব। আসন্ন রোজার ঈদে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ফারিয়ার নতুন মিউজিক ভিডিওটি। বিষয়টি জানিয়েছেন নুসরাত ফারিয়া। এরই মাঝে নিজের ফেসবুক অ্যাকাউন্টে গানের একটি ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে সমুদ্রের পাড়ে নীল পোশাকে দেখা গেছে তাকে। আর তার সঙ্গেই রোদ চশমা আর কমলা শার্টে রয়েছেন সহশিল্পী মামজি স্ট্রেনজার।

২০১৮ সালে নুসরাত ফারিয়া কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তার প্রথম গানের শিরোনাম ছিল ‘পটাকা’। এরপর ২০২০ সালে তিনি প্রকাশ করেন দ্বিতীয় একক গান ‘আমি চাই থাকতে’। সবশেষ ২০২১ সালে প্রকাশ পায় তার একক গান ‘হাবিবি’।

আরজে হিসেবে মিডিয়ায় যাত্রা করেন ফারিয়া, এরপর উপস্থাপনা ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত হন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকি সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু’ সিনেমায়ও নুসরাত ফারিয়া অভিনয় করেছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘অপারেশন সুন্দরবন’। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫