গ্রিসে বাড়ছে ন্যূনতম মজুরি

প্রকাশ: মার্চ ১৯, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

কর্মীদের ন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গ্রিস সরকার। আগামী ১ এপ্রিল থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। কিরিয়াকোস মিৎসোটাকিস দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ২০১৯ সালে ক্ষমতা গ্রহণের পর এ নিয়ে তৃতীয়বারের মতো বাড়ানো হচ্ছে ন্যূনতম মজুরি। এ দফায় ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে মাসিক সর্বনিম্ন মজুরি দাঁড়াবে ৭৮০ ইউরো। বর্তমানে যা ৭১৩ ইউরো। খবর আনাদোলু এজেন্সি।

বেতন বৃদ্ধির ঘোষণায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘‌‌মজুরি বাড়ানোর ফলে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট সমস্যার সমাধান হয়তো হবে না। তবে এ মুহূর্তে দেশের মানুষের জন্য প্রাথমিক স্বস্তি বয়ে আনবে। সেই সঙ্গে সরকারি-বেসরকারি খাতে বেতন বৃদ্ধির সরকারের যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নের বিষয়টি সম্পর্কেও আশ্বস্ত হবে সাধারণ মানুষ।’ 

এর আগে ২০১৯ সালে গ্রিসের সর্বনিম্ন মজুরি ছিল ৬৫০ ইউরো। ২০২২ সালে কিরিয়াকোস সরকার মজুরি ২ শতাংশ বাড়ায়। এরপর একই বছরের মে মাসে আরেক দফা বাড়ানো হয়। সেই সময় ৯ দশমিক ৭ শতাংশ বাড়িয়ে সর্বনিম্ন মজুরি দাঁড়ায় ৭১৩ ইউরো।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫