তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নিয়ে ডিএসই-সিএসইর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: মার্চ ০৩, ২০২৩

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিরিউটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তত্ত্বাবধানে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আইন-কানুন প্রতিপালন-বিষয়ক দুদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা যৌথভাবে আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। কর্মশালায় বিএসইসি কমিশনার ড. মিজানুর রহমান ও ড. রুমানা ইসলাম এবং বিএসইসি, বিএএসএম ও স্টক এক্সচেঞ্জের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্মশালায় তালিকাভুক্ত প্রতিষ্ঠানের উল্লেখযোগ্যসংখ্যক ব্যবস্থাপনা পরিচালক (এমডি), চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ও কোম্পানি সেক্রেটারিরা (সিএস) অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএএসএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী উপস্থিত সবাইকে অনুষ্ঠানটি সফলভাবে শেষ করার জন্য আন্তরিক অভিবাদন জানান। —বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫