গৌতম আদানির সম্পদ ৪ হাজার কোটি ডলারের নিচে

প্রকাশ: ফেব্রুয়ারি ২৬, ২০২৩

বণিক বার্তা অনলাইন

ভারতীয় ধনকুবের গৌতম আদানির দুর্দশা যেন কাটছেই না। সর্বশেষ উপাত্তে দেখা গেছে, তার সম্পদ ৪ হাজার কোটি ডলারের নিচে নেমে এসেছে। গত ২৪ জানুয়ারি হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর থেকে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনীর অবস্থান থেকে এখন নেমে আসলেন ৩০তমে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে উঠে এসেছে, সপ্তাহের শেষ কর্মদিবস শুক্রবারে আদানির ব্যক্তিগত সম্পদ কমেছে ১৫৯ কোটি ডলার। এতে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৩ হাজার ৯৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে। অথচ ২০২২ সালের সেপ্টেম্বরেই তার সম্পদ দাঁড়িয়েছিল ১৫ হাজার কোটি ডলার। তখন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে হটিয়ে অল্প সময়ের জন্য বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হিসেবে নাম লিখিয়েছিলেন।

২৪ জানুয়ারি হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর আদানির ৮ হাজার ৬০ কোটি ডলার সম্পদ পতন হয়েছে। আদানি গ্রুপের আওতাধীন ১০ কোম্পানির বাজার মূল্য কমেছে ১৪ হাজার ৬০০ কোটি ডলার।   


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫