তুরস্কের জন্য বিনামূল্যে ত্রাণ পরিবহন করছে বিমান

প্রকাশ: জানুয়ারি ০১, ১৯৭০

নিজস্ব প্রতিবেদক

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের সাহায্যে এগিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ ও কানাডা থেকে বিনামূল্যে ত্রাণসামগ্রী  ইস্তানবুলে পৌঁছে দিচ্ছে তারা।

গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) বিমানের একটি ফ্লাইট ঢাকা থেকে ৭ হাজার ৭৪০ কেজি কার্গো পণ্য ইস্তানবুলে পৌঁছে দেয়। ঢাকাস্থ তুর্কি দূতাবাস এসব পণ্য পাঠিয়েছে। এছাড়া আরো কয়েকটি ফ্লাইটে ঢাকা থেকে ৩০ টন ত্রাণসামগ্রী তুরস্কে পৌঁছে দেয়ার কথা রয়েছে বিমানের।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিমানের একটি ফ্লাইট কানাডা থেকে ৩ হাজার ১০ কেজি ত্রাণসামগ্রী ইস্তান্বুলে পৌঁছে দেয়। টরন্টোতে অবস্থিত তুরস্কের কনস্যুলেট থেকে এসব পণ্য সরবরাহ করা হয়। টরন্টো থেকে ইস্তানবুলে পণ্য পরিবহনের অনুমতি না থাকলেও জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতিতে পণ্যগুলো পরিবহন করা হয়। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫