ক্যারিয়ার ক্লাব

পাঁচ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের খোঁজখবর

প্রকাশ: ফেব্রুয়ারি ২০, ২০২৩

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে ক্যারিয়ার ক্লাব। কর্মজীবনে প্রবেশের আগেই ক্যারিয়ার-সচেতন শিক্ষার্থীরা নিজ উদ্যোগে তৈরি করেছেন এসব ক্লাব। আর এ ক্লাব থেকেই নিয়মিত আয়োজিত হচ্ছে ক্যারিয়ার বিষয়ক সভা, সেমিনার, কর্মশালা ও চাকরি মেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নানা আয়োজন নিয়ে জানাচ্ছেন সালমান শাকিল

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব

২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। গত ১৪ বছরে নবীন শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার-সচেতনতা বাড়াতে এ সংগঠনের ভূমিকা অনস্বীকার্য। করপোরেট দুনিয়ার জন্য দক্ষ লোকবল তৈরিতে শুরু থেকেই দুই মাস অন্তর বছরে ছয়-সাতটি সেমিনার আয়োজন করে আসছে এ ক্লাবটি। এসব কর্মশালায় হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে তরুণদের করপোরেট দুনিয়ার চাহিদামাফিক দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা হয়। সিভি লেখা থেকে করপোরেট শিষ্টাচার—সব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালাগুলোয় প্রশিক্ষক হিসেবে থাকেন দেশী-বিদেশী ও বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চপদের কর্মকর্তারা। তারা কর্মক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। এছাড়া বছরে একবার ক্যারিয়ার ফেস্ট তো আছেই। এখন পর্যন্ত মোট চারটি ক্যারিয়ার ফেস্টের আয়োজন করেছে ঢাবির এ ক্লাব। নতুন শিক্ষার্থীদের কাছে দিকনির্দেশক হিসেবে এ সংগঠনের যাত্রা উল্লেখ করে ক্লাবের সাধারণ সম্পাদক গৌরব পাল বলেন, ‘‌আমাদের চারপাশ সদাপরিবর্তনশীল।৷ বর্তমানে করপোরেট দুনিয়ায় নতুন অনেক জ্ঞান সৃষ্টি হয়েছে। নতুন নতুন বিষয়গুলোর ওপর অদূর-ভবিষ্যতে কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব

২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্যারিয়ার উন্নয়ন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্র‍্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। প্রতিষ্ঠার পর মাত্র তিন মাসের ব্যবধানে প্রথমবারের মতো জব ফেয়ার আয়োজন করে শিক্ষার্থীদের অন ক্যাম্পাস রিক্রুটেড হওয়ার সুযোগ করে দেয়। প্রতিষ্ঠার নয় বছরে সাতটি জব ফেয়ার ও ছয়টি ক্যারিয়ার ফেস্ট আয়োজন করেছে তারা। ক্লাবটি সেমিনার, কর্মশালা, স্কিল বিল্ডিং অ্যাক্টিভিটিস, কম্পিটিশন, ক্যারিয়ার বিল্ডিং সেশন, বিভিন্ন করপোরেট কোম্পানির সঙ্গে ইন্টার্নশিপ অ্যাগ্রিমেন্ট, সিভি ব্যাংক তৈরি, ক্যারিয়ার এবং রিক্রুটমেন্ট রোড শো আয়োজন করে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. সাব্বির হোসেন বলেন, ‘‌আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে সদস্য সংগ্রহ করে থাকি। এরই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে সব সদস্যকে বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করা হয়।’ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব

যাত্রা ২০১৯ সালে। উদ্দেশ্য বিভিন্ন কোম্পানিতে দক্ষ শিক্ষার্থীদের সিভি প্রেরণ ও তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে নিয়মিত আয়োজন করা হয় কর্মশালার। বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন জব সেক্টর সম্পর্কে ধারণা দিতে সেমিনারেরও আয়োজন করে ক্লাবটি। বিভিন্ন ধরনের দক্ষতাভিত্তিক প্রতিযোগিতা এবং জব ফেয়ারের আয়োজন তো আছেই। করোনার সময়ে অনলাইনে বিভিন্ন ক্যারিয়ারভিত্তিক প্রতিযোগিতা, ইন্টার্নশিপ, আলোচনা সভা ইত্যাদির নিয়মিত আয়োজন করেছে সংগঠনটি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব

এ স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে ক্যারিয়ার সম্পর্কিত পরামর্শ, জব ফেয়ার, স্কিল ডেভেলপমেন্ট সেশন ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করে থাকে। যাত্রা শুরু ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি। বর্তমানে দেড় শতাধিক স্বেচ্ছাসেবী রয়েছেন ক্লাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘‌শিক্ষার্থীদের মেধা, মনন, দক্ষতা ও সক্ষমতা কার্যকরী শক্তিতে রূপান্তর করে কর্মক্ষেত্রের জন্য যোগ্য করে গড়ে তোলার প্রয়োজনীয়তা থেকেই ক্লাবের পথ চলা। জাবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নিরলসভাবে কাজ করার পাশাপাশি ক্লাবের সদস্যদের জন্য থাকে নানা আয়োজন। ক্লাব আয়োজিত জব ফেয়ারে চাকরিদাতাদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ করে দেয়া হয়।’ 

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব

২০১৯ সালের ১৪ অক্টোবর প্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. রাকিবুর রহমান তামিমসহ আরো কিছু শিক্ষার্থীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় এ ক্লাবটি। প্রতিষ্ঠাকাল থেকেই চারটি সেগমেন্টের অধীনে শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন কর্মশালা, সেশন, সেমিনার, ট্রেনিং ইত্যাদির আয়োজন করা হয়। সেগমেন্ট চারটি হলো— স্কলারশিপ সেগমেন্ট, গভর্নমেন্ট সেগমেন্ট, ল্যাঙ্গুয়েজ সেগমেন্ট এবং আইটি সেগমেন্ট। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল হোসেন তাজ বলেন, ‘‌প্রতি বছর ক্লাবটি চারটি সেগমেন্টের অধীনে অনেক প্রোগ্রাম আয়োজন করে থাকে। প্রোগ্রামগুলো একজন শিক্ষার্থীর বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য খুবই যুগোপযোগী। ভবিষ্যৎ ক্যারিয়ারের কথা মাথায় রেখে তাদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা হয়ে থাকে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫