প্রিমিয়ার ব্যাংক

এএমডি হলেন শাহেদ সেকান্দার ও সৈয়দ নওশের আলী

প্রকাশ: ফেব্রুয়ারি ০৭, ২০২৩

শাহেদ সেকান্দার ও সৈয়দ নওশের আলী সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তারা একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

শাহেদ সেকান্দার ৩৮ বছরের ব্যাংকিং কর্মজীবনে দেশের বিভিন্ন স্বনামধন্য ব্যাংকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে কর্মজীবন শুরু করেন। এরপর এনসিসি ব্যাংক ও এসআইবিএলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে যোগ দেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন ব্যাংকিং প্রগ্রাম, ট্রেনিং, সেমিনার ও কর্মশালায় অংশ নেন।

সৈয়দ নওশের আলী ৩৭ বছরের ব্যাংকিং কর্মজীবনে দেশের বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৮৬ সালে এবি ব্যাংক লিমিটেডে তার কর্মজীবন শুরু করেন এবং ২০০০ সালে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে যোগ দেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন ব্যাংকিং প্রগ্রাম, ট্রেনিং, সেমিনার ও কর্মশালায় অংশ নেন। —বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫