ভিডিওঃ কম খরচে আন্তর্জাতিক মানের সেবা মেলে এনাম ক্যান্সার হাসপাতালে

প্রকাশ: ফেব্রুয়ারি ০৪, ২০২৩

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ছয় বেডের এনাম ক্লিনিক থেকে ধীরে ধীরে এখন এক হাজার বেডের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। ২০০৩ সালে এনাম মেডিকেল কলেজের যাত্রা, ২০০৪ সাল থেকে শিক্ষার্থী ভর্তি শুরু করা হয়। আমরা দেখলাম দেশের অনেক ক্যান্সার রোগী চিকিৎসার অভাবে মারা যায়। দীর্ঘদিন যাবৎ আমরা চেষ্টা করছি সকল রোগীকে সব ধরনের সেবা দিতে। ২০১৭ সালে এনাম ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান এমপি এটি প্রতিষ্ঠা করেন।

ক্যান্সার হাসপাতাল পরিচালনার জন্য যেসব উইং থাকা দরকার আমরা চেষ্টা করেছি সেই উইংগুলো রাখার জন্য। একটি স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল করার জন্য যা থাকা দরকার, আমরা সেগুলো রেখেছি। অপারেশন থিয়েটারে অপারেশন চলমান অবস্থাতেই রোগীর টিউমারের টিস্যু বা সেল নিয়ে আধাঘণ্টার মধ্যে আমরা পরীক্ষা করে শনাক্ত করতে পারি, এটার মধ্যে ক্যান্সার আছে কিনা, যাকে বলা হয় ফ্রোজেন সেকশন বায়োপসি। 

বিস্তারিত : কম খরচে আন্তর্জাতিক মানের সেবা মেলে এনাম ক্যান্সার হাসপাতালে



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫