বেলুন কাণ্ডে ব্লিংকেনের চীন সফর স্থগিত

প্রকাশ: ফেব্রুয়ারি ০৪, ২০২৩

বণিক বার্তা অনলাইন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের চীন সফর স্থগিত হয়েছে। যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহভাজন চীনা নজরদারি বেলুন শনাক্তের পর এ ঘোষণা এল। খবর বিবিসি। 

গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মার্কিন কর্মকর্তারা এ কথা জানান। 

এর আগে প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত স্পর্শকাতর’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ছে চীনা গোয়েন্দা বেলুন। কিন্তু বেইজিংয়ের দাবি ছিল, এটি আবহাওয়া সংক্রান্ত গবেষণার বেলুন।

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বেলুন প্রবেশ করায় দুঃখও প্রকাশ করে চীন। এ প্রেক্ষাপটে ব্লিংকেনের নির্ধারিত সফর স্থগিত হয়। 

গতকাল সন্ধ্যায়ই চীনে ওই সফরে রওয়ানা হওয়ার কথা ছিল ব্লিংকেনের। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের কোনো মন্ত্রীর এটিই হত দেশটিতে প্রথম সফর।

নিরাপত্তা, তাইওয়ান ও কভিডসহ আরো নানা বিষয় নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাওয়ার কথা ছিল ব্লিংকেনের। চীনা পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকেরও কথা ছিল।

উল্লেখ্য, বেলুনের ঘটনাটি নিজেদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে ওয়াশিংটন। কারণ বেলুনটি গত কিছুদিন ধরে খুবই সংবেদনশীল বিভিন্ন স্থাপনার ওপর দিয়ে উড়ে গেছে।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের মনটানা রাজ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংরক্ষণাগার রয়েছে। সেখানেও বেলুনটিকে দেখা যায়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫