টিমসে চ্যাটজিপিটি যুক্ত করেছে মাইক্রোসফট

প্রকাশ: ফেব্রুয়ারি ০৩, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

প্রিমিয়াম টিমস মেসেজিং সিস্টেমে চ্যাটজিপিটি যুক্ত করেছে মাইক্রোসফট করপোরেশন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের মাধ্যমে মিটিংগুলোকে সহজ করতেই এমন পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স। 

এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, চলতি বছরের জুন পর্যন্ত টিমস প্রিমিয়ামের প্রতি মাসের ফি আগের নির্ধারিত ৭ ডলারই থাকবে। চ্যাটজিপিটি ফিচার যুক্ত হওয়ার পর জুলাই থেকে পরিষেবা ফি বেড়ে ১০ ডলারে পৌঁছবে।

ওপেনএআই-মালিকানাধীন চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে মিটিংয়ের নোট তৈরি করতে সক্ষম একটি প্রযুক্তি। এছাড়া মিটিংয়ের কাজগুলোর নির্দেশনা দেয়া এবং ব্যবহারকারীদের মিটিং টেমপ্লেট তৈরিতেও সহায়তা করতে পারে। মাইক্রোসফট, সম্প্রতি ওপেনএআইয়ে শত কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাইক্রোসফটের সব পণ্য ও পরিষেবায় চ্যাটজিপিটি প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এগুলো বাস্তবায়ন হলে আরেক প্রযুক্তি জায়ান্ট গুগলের সঙ্গে বড় পরিসরে প্রতিযোগিতা করতে সক্ষম হবে মাইক্রোসফট। 

নির্দেশনা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে গদ্য বা কবিতা তৈরি করতে পারে চ্যাটবট। এটি সৃজনশীল এআইয়ের একটি অগ্রসর ধাপ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫